State

হেলমেট না পরার মাশুল, বেপরোয়া লরির ধাক্কায় মৃত ২

Published by
News Desk

বেপরোয়া লরির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ বাইক আরোহীর। বুধবার সকালে বাইকে করে অফিস যাচ্ছিলেন নির্মল সৌ ও মথুরচন্দ্র সৌ নামে দুই ব্যক্তি। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর মোড়ের কাছে বালিবোঝাই একটি লরি ধাক্কা মারে বাইকটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড গতির কারণে ঘাতক লরির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে পিষে দেয় বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা ২ ব্যক্তির। সাতসকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জোয়ালভাঙ্গা এলাকা। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ঘাতক লরিটিতে আগুন লাগিয়ে দেয়। যার জেরে ব্যস্ত সময়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজট তৈরি হয়।

এলাকাবাসীর অভিযোগ, বালি বোঝাই লরির দৌরাত্ম্য দিনদিন ঐ অঞ্চলে বেড়ে চলেছে। অথচ পুলিশ বা প্রশাসনের এই বিষয়ে কোন হেলদোল নেই। দুর্ঘটনার খবর পেয়ে পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, মাথায় হেলমেট ছিল না ঐ দুই বাইক আরোহীর। হেলমেট পরলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না বলে অনুমান পুলিশের।

Share
Published by
News Desk