State

বড়দিনে ঘুরতে না যাওয়ায় প্রেমিকের চড়, অপমানে আত্মঘাতী কিশোরী

Published by
News Desk

বড়দিন মানেই আপনজনের সঙ্গে শীতের রোদ গায়ে মেখে কাছেপিঠে ঘুরতে যাওয়া। প্রেমিক চেয়েছিল তার প্রেমিকাও বড়দিনের দিন তার সঙ্গে ঘুরুক। কিন্তু সেই উৎসবের দিনে প্রেমিকা তাকে সময় দেয়নি। অভিযোগ সেই অপরাধে প্রকাশ্যে প্রেমিকার গালে সপাটে চড় মারে সে। প্রেমিকের সেই অপমান মানতে না পেরে আত্মঘাতী হল অভিমানী প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার সাগরপুর এলাকায়।

পুলিশ সূত্রের খবর, মৃত কিশোরী প্রীতি রায় দশম শ্রেণির ছাত্রী। গত সোমবার বড়দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল প্রীতি। বিকেলের দিকে স্থানীয় এলাকার বাসস্ট্যান্ডে প্রেমিকের সঙ্গে দেখা হয় তার। অভিযোগ সেখানে প্রীতির গায়ে হাত তোলে প্রেমিক। সেই অপমানে বাড়ি ফিরে ঐ কিশোরী ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে দাবি শোকার্ত পরিবারের।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরীর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk