State

হুকিংয়ের তার খুলতে গিয়ে কিশোরের মৃত্যু, ধুন্ধুমার, আগুন, ভাঙচুর

Published by
News Desk

হুকিংয়ের তার খুলতে গিয়ে কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার সরিষা। কিশোরের মৃত্যুর জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের দায়ী করে উত্তপ্ত জনতা চড়াও হয় সরিষার বিদ্যুৎ দফতরে। সেখানে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় কয়েকজন বাসিন্দা। তছনছ করে দেওয়া হয় আসবাব, কম্পিউটার, কাচের জানালা। দুর্ঘটনাস্থলে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা পৌঁছলে তাঁদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ক্ষিপ্ত জনতা ২টি সরকারি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

সূত্রের খবর, মঙ্গলবার বেলার দিকে সরিষার কামারপোল এলাকায় তার লাগাতে যান কয়েকজন বিদ্যুৎকর্মী। তার লাগানোর কথা শুনে স্থানীয় এক কিশোর বেআইনিভাবে হুকিংয়ের তার খুলতে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কয়েক ঘণ্টা ধরে সরকারি সম্পত্তির উপর চলে তাণ্ডব।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি কর্মচারীদের হুকিং বিরোধী অভিযানের মাশুল গুনতে হয়েছে ঐ কিশোরকে। এদিকে তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও মঙ্গলবার সন্ধে পর্যন্ত গোটা এলাকা ছিল থমথমে।

Share
Published by
News Desk