State

মাঠের মাঝখানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, খুন নাকি আত্মহত্যা? ধন্ধে পুলিশ

Published by
News Desk

শীতের রাতে মাঠের মধ্যে কিছু জ্বলতে দেখে প্রথমে ঠাহর করা যায়নি আসলে কি জ্বলছে। তারপর মানুষের আর্ত চিৎকার শুনে স্পষ্ট হয়। দেখা যায় মাঠের মাঝখানে জীবন্ত দগ্ধ হচ্ছেন একজন। এমনটাই দাবি দুর্গাপুরের কোক ওভেনের সাগরডাঙ্গা এলাকার বাসিন্দাদের। মৃত ব্যক্তির পরিচয় অবশ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে তাঁরা যে যার ঘরে দরজা জানলা বন্ধ করেই ছিলেন। হঠাৎ নিকটবর্তী মাঠে জ্বলন্ত অবস্থায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টাও করেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে পুলিশ এসে মৃত ব্যক্তির ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে। ওই ব্যক্তি নিজে গায়ে আগুন ধরিয়েছিলেন, নাকি কেউ তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk