State

বাইক না পেয়ে আত্মঘাতী নবম শ্রেণির পড়ুয়া

Published by
News Desk

বাইক চেয়েও না পেয়ে আত্মহত্যার ঘটনা এ রাজ্যে নতুন নয়। সেই একই দাবি পূরণ না হওয়ায় এবারে মা বাবার উপর প্রবল অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতের পথ বেছে নিল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কারবালা এলাকায়।

পরিবার সূত্রে খবর, গত ১২ ডিসেম্বর পরীক্ষা শেষে ছুটি কাটাতে বাড়ি এসেছিল মিশনারি স্কুলের নবম শ্রেণির ছাত্র শেখ শাহিদ। বাড়ি ফিরেই মায়ের কাছে বাইকের আবদার করতে থাকে শাহিদ। আগে তার দামি স্মার্ট ফোন কেনার জেদ পূরণ করলেও এবারে বাইকের আবদার মেনে নেননি মৃতের মা। জেদ পূরণ না হওয়ায় মায়ের সঙ্গে সে তুমুল অশান্তিও করেছিল বলে জানান পরিবারের লোকজন। সম্ভবত সেই কারণেই শাহিদ হতাশায় ভুগছিল বলে মনে করছেন আত্মীয়রা।

মঙ্গলবার রাতে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে শাহিদের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তার পরিবারের লোকজন। পরে পুলিশ এসে মৃত কিশোরের দেহ উদ্ধার করে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে আত্মঘাতী কিশোরের পরিবারে। ২ দিনের মধ্যে হাতে বাইক তুলে দিতে না পারার তুচ্ছ কারণে আত্মহত্যার হঠকারী সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্থিতি নিয়ে ফের তুলে দিল বড়সড় প্রশ্ন।

Share
Published by
News Desk