State

বাবার বকুনির জের? রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

Published by
News Desk

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের এক ছাত্র। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ি এলাকায়। মৃত ছাত্রের নাম কিংশুক গুহ। কিংশুক শিলিগুড়ি ইন্সটিটিউট অফ টেকনোলজির ছাত্র ছিলেন।

২ দিন ধরে নিখোঁজ থাকা কিংশুকের সাইকেলটি জলপাইগুড়ির খলাইগ্রামের কাছে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিংশুকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর পরিবারের লোকজন এসে রেললাইন সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ময়নাগুড়ি জিআরপির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় গত বুধবার বিকেলে কিংশুক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। দেহ শনাক্ত করার পর ময়নাতদন্তে পাঠানো হয়।

কিংশুকের পরিবার সূত্রে খবর, ইদানিংকালে তিনি পড়াশুনোয় অমনোযোগী হয়ে পড়েছিলেন। গত মঙ্গলবার তাঁকে পড়াশোনার বিষয়ে বকাবকি করেন তাঁর বাবা মৃদুল দেবনাথ। সেদিন বিকেল থেকেই উধাও হয়ে যান কিংশুক। ২ দিন পর খোঁজ মিলল নিখোঁজ কিংশুকের নিথর দেহের।

আত্মহত্যার কারণ নিয়ে সন্দেহ রয়েছে কিংশুকের পরিবার ও পুলিশের মধ্যে। ঠিক কী কারণে এই আত্মহত্যা না অন্য কোনও ঘটনা এর সাথে জড়িত তা জানে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk