State

কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, গ্ৰেফতার কিশোর

Published by
News Desk

১২ বছরের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার গয়েশপুরে। পুলিশ সূত্রের খবর, ক্লাস সিক্সের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার হয়। তবে কিশোরীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে খবর পুলিশ সূত্রের। মৃতা কিশোরীর পরিবারের দাবি, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া দেহের পা দুটি তার দিয়ে বাঁধা ছিল। তাদের এও দাবি, যে ঘর থেকে দেহটি উদ্ধার হয়, সেই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সেই সূত্রে কিশোরীটিকে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন।

মৃতার পরিবার পুলিশে স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ ওই কিশোর মৃত কিশোরীকে উত্যক্ত করত। ওই কিশোরকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।

Share
Published by
News Desk