State

ফের ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাঙালি শ্রমিকের

Published by
News Desk

কিছুদিন আগেই রাজস্থানে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছিল মালদহের আফরাজুল খানকে। ফের এক বাঙালি শ্রমিকের মৃত্যু হল কেরালায়। নিহত শ্রমিকের নাম হেমন্ত রায়। তিনি বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রামের বাসিন্দা। কেরালার এর্নাকুলামের পুচাক্কলে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন পেশায় মোটর মেকানিক হেমন্ত। সেখানেই তাঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়।

রবিবার রাতে শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন হেমন্ত। তাঁর পরিবারের দাবি হেমন্তকে খুন করা হয়েছে। যদিও কেরল পুলিশ প্রাথমিক তদন্তের পর সেকথা মানতে নারাজ। পুলিশের দাবি এটি খুন নয়, আত্মহত্যার ঘটনা। তদন্ত চলছে। মৃত হেমন্ত রায় তাঁর গ্রামে একজন ভাল মানুষ হিসেবেই পরিচিত। গ্রামের ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন হেমন্ত রায়ের পরিবার সহ রোল গ্রামের বাসিন্দারা।

Share
Published by
News Desk