State

রেললাইনের ধার থেকে উদ্ধার যুগলের দেহ

Published by
News Desk

রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবক ও এক কিশোরীর দেহ। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ ২টি। দক্ষিণ বারাসত ও বহড়ু স্টেশনের মাঝে জোড়াপুল এলাকার মানুষজন প্রথম দেহ ২টি দেখতে পান। খবর দেওয়া হয় রেল পুলিশে।

রেল পুলিশ এসে দেহ ২টি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম তাপস হালদার ও কিশোরীর নাম রিম্পা মোদক। তাদের খুন করে রেললাইনের ধারে ফেলে যাওয়া হয়েছে না তারা আত্মহত্যা করেছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশের। মৃতদেহ ২টিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও স্থানীয় থানা।

Share
Published by
News Desk