State

মনোজ হত্যার মূল অভিযুক্ত রাজু সাউ গ্রেফতার

Published by
News Desk

ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনের ঘটনায় আগেই ৭ জনকে বারাণসী থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত স্থানীয় নির্দল কাউন্সিলর রাজু সাউয়ের নাগাল পাচ্ছিল না তারা। চন্দননগর কমিশনারেটের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাকে গ্রেফতার করা হবেই। হলও তাই।

পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে রাজু সাউকে গ্রেফতার করেছে পুলিশ। রাজুর সঙ্গে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেফতার করেছে তারা। বাবন যাদব ও প্রভু চৌধুরী নামে ওই ২ জনকেও রাজু সাউয়ের সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। এটাকে পুলিশের বড় সাফল্য হিসাবেই নিচ্ছেন স্থানীয় মানুষ।

Share
Published by
News Desk