Categories: State

ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ, মার শিক্ষককে

Published by
News Desk

পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ছবি দেখানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। তবে গ্রেফতারের আগে অভিভাবকদের হাতে বেদম প্রহারের শিকার হতে হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরে। অভিযোগ বুধবার স্কুলের পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীকে অশ্লীল ছবি দেখান ওই স্কুলের শিক্ষক আনন্দ মণ্ডল। তাদের সঙ্গে অশালীন আচরণও করেন তিনি। বিকেলে বাড়ি ফিরে এই ঘটনার কথা অভিভাবকদের খুলে বলে ওই ৩ ছাত্রী। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার পরই এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। পরে ওই শিক্ষক সামনে এলে শুরু হয় বেদম প্রহার। একপ্রস্থ মারের পর অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন অভিভাবকরা।

Share
Published by
News Desk