State

গণধর্ষণের পর খাদে ঠেলে যুবতীকে খুনের চেষ্টা, ধৃত ৩

Published by
News Desk

পরিচিত যুবকের উপর ভরসা করার মাশুল দিতে হল পশ্চিম মেদিনীপুরের এক যুবতীকে। ওই যুবকসহ আরও দুই ব্যক্তির যৌন লালসার শিকার হতে হল ওই যুবতীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার গনগনিতে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কোম্পানির মিটিঙে নিয়ে যাওয়ার অছিলায় পূর্বপরিচিত ওই যুবক নির্যাতিতা যুবতীকে অপহরণ করে। এরপর গনগনির নির্জন এলাকায় ৩ জন মিলে যুবতীকে গণধর্ষণ করে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা যুবতীকে খাদে ঠেলে ফেলে দেয় বলে নির্যাতিতার অভিযোগ। স্থানীয় লোকজন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মারাত্মক জখম যুবতীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্তে নেমে পলাতক ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk