State

জলদাপাড়ায় গণ্ডারের আক্রমণে মৃত বিট অফিসার

Published by
News Desk

গণ্ডারের আক্রমণে মৃত্যু হল বিট অফিসারের। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া অভয়ারণ্যে। মৃতের নাম উত্তম সরকার। বয়স ৫৩ বছর। জাতীয় উদ্যানের বিট অফিসার ছিলেন উত্তমবাবু।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধেবেলা জঙ্গলে একা ডিউটি করছিলেন উত্তমবাবু। সেই সময় একটি গণ্ডার আক্রমণ করে তাঁকে। গণ্ডারের আক্রমণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এখনও পর্যন্ত এটা পরিস্কার নয় নিরীহ প্রকৃতির গণ্ডার কেন একজন মানুষকে আক্রমণ করল। সূর্য অস্ত যাওযার পরে অন্ধকার জঙ্গলে উত্তমবাবু একা কী করছিলেন তা নিয়েও ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk