Categories: State

তাসের আসরে গুলি, মৃত রাজমিস্ত্রি

Published by
News Desk

তাস খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। নেহাতই মামুলি একটা ঝগড়া ক্রমশ প্রবল আকার ধারণ করে। অভিযোগ ঝগড়া চরম আকার নেওয়ার পর এক ব্যক্তিকে গুলি করে খুনও করা হয়। ঘটনাটি ঘটেছে চাকদহের চৌগাছা এলাকায়। পেশায় রাজমিস্ত্রি আশানন্দ বিশ্বাসকে গুলি করে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, চাকদহের দেউলি মাঠপুরের বাসিন্দা আশানন্দ বিশ্বাসের তাসের নেশা। বুধবারও তিনি তাস খেলছিলেন। তখনই খেলাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। তার জেরেই গুলি। আর সেই গুলিতেই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আশানন্দ বিশ্বাস।

Share
Published by
News Desk