State

ডানকুনিতে গ্যাস ওভেনের গুদামে ভয়ংকর আগুন

Published by
News Desk

সোমবার সন্ধেবেলা। সময় সাড়ে ৬টার আশপাশে। আচমকাই হুগলির ডানকুনির একটি গ্যাস ওভেন সহ গ্যাসের পাইপের গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বার হতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। একে একে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৯টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দমকলের দাবি, গুদামের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ংকর চেহারা নেয়। আগুনকে চারপাশ থেকে ঘিরে রেখে তা ছড়ানো আটকানোর সবরকম চেষ্টা চালায় দমকল। এদিকে আগুনের জেরে দিল্লি রোডে যান চলাচল বিঘ্নিত হয়। আতঙ্ক ছড়ায় আশপাশের গুদামেও। এদিন গ্যাস ওভেনের গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও গুদামের ভিতরে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Share
Published by
News Desk

Recent Posts