State

ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যু, মানসিক অবসাদ? কারণ খতিয়ে দেখছে পুলিশ

Published by
News Desk

পড়াশোনার চাপ অসহনীয় হয়ে উঠেছিল তার কাছে। তা থেকে মুক্তি পেতে মৃ্ত্যুকেই বরণ করে নিল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। রবিবার রাতে চুঁচুড়ার একটি মেস থেকে উদ্ধার হয় শ্রীকান্ত দত্ত নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ। হুগলির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল শ্রীকান্ত। তার বাড়ি বীরভূমের রাজগ্রামে।

চলতি বছরে ওই ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয় শ্রীকান্ত। চুঁচুড়ার পিপুলপাতি এলাকার একটি মেসে থাকত সে। রবিবার রাতে তাকে ডাকতে গেলে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মেসের অন্যান্য আবাসিকদের। সঙ্গে সঙ্গে মেসের মালিককে ডেকে আনেন তাঁরা। দরজা ভেঙে শ্রীকান্তের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। শ্রীকান্তর দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পড়াশোনার চাপে দীর্ঘদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে জানিয়েছে শ্রীকান্তর সহপাঠীরা। সেই অবসাদ থেকে শ্রীকান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। শ্রীকান্তর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts