Categories: State

বরযাত্রী বোঝাই বাস উল্টে মৃত ৮

Published by
News Desk

বরযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল ৮ জনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি থেকে ফিরছিল বাসটি। তামজুড়ির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এঁরা সকলেই পুরুলিয়ার দুলকি গ্রামের বাসিন্দা। গ্রামের ছেলের বিয়েতে বরযাত্রী হিসাবে নিমন্ত্রিত ছিলেন এঁরা। বেলপাহাড়িতে রাতে অনুষ্ঠান সেরে গ্রামে ফিরছিল বাসটি। তখনই আচমকা টাল হারিয়ে বাসটি পাশের নিচু জমিতে উল্টে যায়।

Share
Published by
News Desk