State

পুর চেয়ারম্যান মনোজ হত্যার বিচার চেয়ে পথ অবরোধ

Published by
News Desk

হুগলির ভদ্রেশ্বরের পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায়কে হত্যার ঘটনায় বৃহস্পতিবারও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। কোনও দলীয় পতাকার তলায় নয়, এদিন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পুর প্রতিনিধিরা সকালে জিটি রোড অবরোধ করেন। রাস্তায় বসে পড়েন তাঁরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে লেখা ছিল মনোজ উপাধ্যায় অমর রহে। আর মুখে ছিল একটাই দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এদিকে জিটি রোডের মত ব্যস্ত রাস্তা অবরোধ হওয়ায় পুলিশ দ্রুত অবরোধ তুলতে উদ্যোগ নেয়। অবরোধকারীদের একটি প্রতিনিধিদলকে থানায় এসে কথা বলারও আহ্বান জানায় পুলিশ। যদিও পুলিশের এই আহ্বানে সাড়া না দিয়ে বিক্ষোভরত মানুষজন জানিয়ে দেন, যা কথা বলার সকলের সামনে এসে পুলিশকে বলতে হবে।

গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই রাস্তায় মনোজবাবুকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় বুধবার মুন্না রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও অধরা মূল অভিযুক্তেরা। তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts