State

ব্যাটারি থেকে গ্যাস লিক করে মৃত ২ শ্রমিক

Published by
News Desk

ব্যাটারি থেকে গ্যাস লিক করে মৃত্যু হল ২ শ্রমিকের। ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টিল প্লান্টে। অভিযোগ, মধ্যরাতে কাজ চলার সময়ে আচমকাই কোকওভেনে ব্যাটারি থেকে গ্যাস লিক করে। যাতে অসুস্থ হয়ে পড়েন কর্মরত ৫ শ্রমিক। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সমীর চক্রবর্তী ও শেখ হাফিজুল নামে ২ শ্রমিকের। বাকিরা চিকিৎসাধীন।

কিভাবে এই গ্যাস লিক করল তা খতিয়ে দেখছে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

Share
Published by
News Desk