State

মামাতো বোনের সঙ্গে সম্পর্ক, ভাগ্নেকে খুন করল ৪ মামা

Published by
News Desk

বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। কিন্তু কিশোর ভূমিত রুইদাস থাকত পশ্চিম বর্ধমানের অন্ডালে তার মামার বাড়িতে। কাছেই থাকত ৪ মামা। পুলিশ সূত্রের খবর, ওই কিশোরের সঙ্গে তার মামাতো এক বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে সন্দেহ ছিল ৪ মামার। অভিযোগ সেই সন্দেহের বশেই সোমবার সকালে মাঠে যাওয়ার সময়ে ভূমিতকে ঘিরে নেয় ৪ মামা। তারপর শুরু হয় ভাগ্নেকে বেধড়ক মার। মামাদের মারে ভাগ্নের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই অভিযুক্তদের বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। ভাঙচুর করা হয় বাড়ি। খবর যায় পুলিশে। পুলিশ অভিযুক্ত ২ মামাকে গ্রেফতার করলেও বাকি ২ জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এতদিন এমন ঘটনার কথা খাপ পঞ্চায়েতে শুনতে পাওয়া যেত। শোনা যেত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত এলাকায়। কিন্তু বাংলায় এমন ‘পরিবারের সম্মানরক্ষার্থে’ খুনের কথা শোনা যেত না। এদিনের ঘটনা কিন্তু পরিবারের সম্মানের নামেই খুনের নজির গড়ল।

 

Share
Published by
News Desk