State

লিলুয়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর দেহ

Published by
News Desk

হাওড়ার লিলুয়ায় উদ্ধার হল দম্পতির মৃতদেহ। শুক্রবার সকালে লিলুয়ার ওয়াই রোডে নিজেদের ঘরে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশিরা। মৃত ব্যক্তির নাম রাজেশ সিং। তিনি কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজ করতেন। তাঁর স্ত্রী সবিতা সিং। স্থানীয় সূত্রের খবর, সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশিদের। বাড়ির পরিচারিকা কাজ করতে এসে ফিরে যান। অনেকবার রাজেশ ও তাঁর স্ত্রীকে ডাকলেও সাড়া পাওয়া যায়নি। অগত্যা বেলা বাড়তে দরজা ভেঙে রাজেশের ঘরে ঢোকেন প্রতিবেশিরা। ঘরের ভিতরে রাজেশ ও সবিতার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, ঘরের ভিতর খাটের উপর ছিল মহিলার দেহ। আর মেঝেতে পড়েছিল রাজেশের দেহ। তাঁর মাথায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। যা থেকে অনুমান, সম্ভবত গুলি করা হয়েছে তাঁকে। ঘরের ভিতর ধ্বস্তাধস্তির চিহ্নও স্পষ্ট। মৃত দম্পতির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাতসকালে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

Share
Published by
News Desk