State

দুর্গাপুরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ, লন্ডভন্ড ঘর

Published by
News Desk

দুর্গাপুরে সিটি সেন্টারের কাছে একটি বাড়ি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃদ্ধকে নিজের বাড়িতেই মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয় বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি সেন্টারের কাছে অবনীন্দ্র বীথি থেকে উদ্ধার হয় মৃত সত্যরঞ্জন খাঁড়ার দেহ। তিনি একটি বিমা সংস্থার অবসরপ্রাপ্তকর্মী। বাড়িতে তিনি একাই থাকতেন।

সত্যরঞ্জনবাবুকে দেখাশোনার জন্য একজন লোক ঠিক করা ছিল। বৃহস্পতিবার রাতে তিনি এসে প্রথম ঘরের ভিতর বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশিদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, কোনও ভারী বস্তুর আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুনের কারণ সম্পর্কে ধোঁয়াশা তৈরি করতে আলমারি লণ্ডভণ্ড করা হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, সত্যরঞ্জনবাবুর ছেলে একজন গাড়ি ব্যবসায়ী। সম্প্রতি দুর্গাপুরে চোরাই গাড়ি চুরির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার সঙ্গে মৃত ব্যক্তির ছেলের কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk