State

আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার দেহ

Published by
News Desk

শুক্রবার সকালে কোচবিহারের হাউস চৌপাথি এলাকা থেকে উদ্ধার হল বাক্সবন্দি এক মহিলার দেহ। দেহটি নগ্ন অবস্থায় কাপড়ে মুড়ে একটি কালো রঙের ট্রাঙ্কের ভিতর ঢোকানো ছিল। ট্রাঙ্কটি কেউ স্থানীয় একটি আবর্জনা ফেলার জায়গায় ফেলে যায়। সাত সকাল এলাকায় এই রকম একটি দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাক্স থেকে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

পুলিশ সূত্রের খবর, মৃতদেহটিতে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে শারীরিক ভাবে নির্যাতন করার পর খুন করা হয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে পরিস্কার নয়। মহিলার পরিচয় ও কারা তাঁকে খুন করল ও দেহ ফেলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk