State

বিশ্বভারতীতে দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

Published by
News Desk

শান্তিনিকেতনে বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম রাখি মানিক। বাড়ি বীরভূমের নলহাটিতে। মাধবী ছাত্রীনিবাস থেকে বৃহস্পতিবার সকালে তার দেহ উদ্ধার হয়। ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাখিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যা। কোনও সম্পর্কের টানাপোড়েনে এই আত্মহত্যা কিনা তা এখনও স্পষ্ট নয়।

Share
Published by
News Desk