State

ব্যান্ডেলের প্রত্নতাত্ত্বিক গবেষক খুনের কিনারা করল পুলিশ

Published by
News Desk

ব্যান্ডেলের প্রত্নতাত্ত্বিক গবেষক খুনের কিনারা করল পুলিশ। লুঠের উদ্দেশ্যেই খুন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বাড়ির পরিচারিকা সহ ৪ যুবককে। গত ২৬ অক্টোবর ব্যান্ডেলের নিউ কাজিডাঙায় নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হন প্রাক্তন শিক্ষিকা তথা প্রত্নতাত্ত্বিক গবেষক সুলেখা মুখোপাধ্যায়। তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে, গলা ছুরি দিয়ে কেটে খুন করা হয়। পাড়া প্রতিবেশিরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুলেখা মুখোপাধ্যায়ের দেহ। আশপাশে রক্ত গড়াচ্ছে। মৃতদেহের পাশে একটি নোড়াও উদ্ধার হয়। পুলিশ এসে দেহ ময়না তদন্তে পাঠায়।

প্রত্নতাত্ত্বিক গবেষক সুলেখাদেবীর বাড়িতে‌ই গবেষণার কাজে অনেক দুষ্প্রাপ্য প্রত্ন নিদর্শন, প্রস্তরখণ্ড রাখা ছিল। যার দাম নেহাত কম নয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই সন্দেহ করে যে এসব দামী জিনিস লুঠের উদ্দেশ্যেই হয়তো খুন। বাড়ির ২ পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শুরু হয় তদন্ত। অবশেষে সেই নৃশংস খুনের কিনারা করল পুলিশ।

Share
Published by
News Desk