State

জমির দখলকে কেন্দ্র করে দুষ্কৃতি হামলা

Published by
News Desk

স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হলেন স্ত্রী। অভিযোগ, মালদহের ভালুকাবাজার গ্রামে একটি বাড়িতে দুষ্কৃতি দল হানা দেয়। পুলিশ সূত্রের খবর, সম্পত্তি নিয়ে দুই প্রতিবেশির মধ্যে বিবাদ চলছিল বহুদিন ধরে। ভোর রাতে একদল দুষ্কৃতি মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় সনাতন কুণ্ডকে। তাঁকে দিয়ে দলিলে সই করানোর চেষ্টাও হয় বলে অভিযোগ। সেই সময়ে তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। বেগতিক বুঝে চম্পট দেয় দুষ্কৃতিরা।

আড়াই বিঘা জমিকে কেন্দ্র করে জটিলতা চলছিল দুই প্রতিবেশির মধ্যে। সেই জমির দখলকে কেন্দ্র করেই দুষ্কৃতি হানা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে ভবেশ তরফদার নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk