State

সন্তান বদলের অভিযোগ কৃষ্ণনগরের বেসরকারি হাসপাতালে

Published by
News Desk

সন্তান বদলের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হল কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে। গত রবিবার বিকেলে ২ সন্তানের জন্ম হয় ওই হাসপাতালে। নাদুরিয়ার ঢাকাপাড়ার বাসিন্দা হিমি মণ্ডল ও তাঁর পরিবারকে প্রথমে কন্যা সন্তান হয়েছে বলে দেখানো হয়। সন্তানের লিঙ্গ জানিয়ে সইও করে দেন তাঁরা। পাশাপাশি প্রায় একই সময়ে সোনাডাঙার বাসিন্দা পার্বতী গড়াই ও তাঁর পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে বলে দেখানো হয় ও সেই মর্মে সই করিয়ে নেওয়া হয়।

অভিযোগ, কিছুক্ষণ পর ২ পরিবারকে হাসপাতালের তরফে জানানো হয়, আসলে গড়াই পরিবারে কন্যা সন্তান এসেছে। আর মণ্ডল পরিবারে পুত্র সন্তান এসেছে। এতে ক্ষোভে ফেটে পড়ে ২ পরিবার। গড়াই পরিবারের তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়। পরে অবশ্য ২ পরিবার স্থির করে ডিএনএ পরীক্ষা করা হবে। তাতেই পরিস্কার হয়ে যাবে কোন সন্তান কার। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন গোটা ঘটনাটাই ঘটেছে নার্সদের গাফিলতিতে। আপাতত ডিএনএ পরীক্ষার দিকেই চেয়ে ২ পরিবার।

Share
Published by
News Desk