State

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভেসে উঠল যুবকের দেহ

Published by
News Desk

গিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু রহস্যজনকভাবে ২দিন পর জলাশয়ে ভেসে উঠল এক যুবকের দেহ। গত রবিবার রাতে অশোকনগরের কাঁকপুলে উদ্ধার হয় বিশ্বজিৎ শীল নামে এক যুবকের দেহ। কল্পতরু এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজে কাঁকপুলের জলাশয়ে বেশ কয়েকবার জাল ফেলা হয়। কিন্তু পাওয়া যায়নি তাঁর দেহ।

রবিবার রাতে বিশ্বজিতের বন্ধুরা পুকুরের জলে ভেসে উঠতে দেখেন তাঁর মৃতদেহ। তাঁরাই খবর দেন পুলিশকে। মাছ ধরতে গিয়ে ওই যুবক কিভাবে পুকুরে পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন, আত্মহত্যা না নিছক জলে ডুবে মৃত্যু, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk