State

মৃতদেহ নিয়ে পথ অবরোধ

Published by
News Desk

গত বুধবার বাঁশ, লাঠি দিয়ে দুষ্কৃতীদের বেদম মারে রক্তাক্ত হন জামাল শেখ নামে এক যুবক। পুলিশের অনুমান ছিল পুরানো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রহৃত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানিনগর এলাকার বাবুলতলিতে।

দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পরিবার পরিজন রবিবার সকাল ৭টায় মৃত জামাল শেখের দেহ নিয়ে পথ অবরোধ শুরু করেন। গ্রামবাসীরাও অবরোধে সামিল হন। দীর্ঘক্ষণ অবরোধ চললে পুলিশ এসে অবরোধ তুলতে যায়। জোর করে অবরোধ তোলার চেষ্টা হলে পুলিশ জনতা ধস্তাধস্তি শুরু হয়। বেলার দিকে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

Share
Published by
News Desk