State

সাঁইথিয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

Published by
News Desk

শনিবার সকালে বীরভূমের সাঁইথিয়া থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম স্বাতী বন্দ্যোপাধ্যায়। তাঁর শ্বশুরবাড়ি থেকে দেহ উদ্ধার হয়। স্বাতীর বাপের বাড়ির লোকজনের দাবি, তাঁর স্বামীই তাঁকে খুন করেছে। কয়েক বছর আগে স্বাতীর বিয়ে হয় মন্টু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত। স্বামী মন্টু বন্দ্যোপাধ্যায়ের রোজগার কম হওয়ায় তার বাজারে ধারদেনা ছিল। ধারের অঙ্ক ক্রমশ বাড়ছিল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। এই অবস্থায় ধারের বোঝা মাথায় নিয়ে সম্প্রতি একটি স্কুটার কেনে মন্টু। সেই অভিমানে স্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি মন্টুর। কিন্তু স্বাতীর পরিবার এই যুক্তি মানতে নারাজ। তাঁরা মন্টুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মন্টু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk