State

নৃশংসতার নজির, সেতু থেকে ভাইপোকে ছুঁড়ে ফেলে দিল কাকা

Published by
News Desk

সেতু থেকে ভাইপোকে ছুঁড়ে ফেলে দিল কাকা। শিলিগুড়ির মহানন্দা সেতুর উপর থেকে আড়াই বছরের ছোট্ট শিশুকে পাঁজাকোলা করে ফেলে দিতে এতটুকু হাত কাঁপেনি কাকা নন্দন সাহার। দুপুরে মায়ের সাথেই শিশুটি ঘুমচ্ছিল। ঘুমন্ত অবস্থাতেই তুলে আনা হয় শিশুটিকে। তারপরে তাকে নিয়ে মহানন্দা সেতুতে চলে যায় অভিযুক্ত নন্দন সাহা। ছুঁড়ে ফেলে দেয় ভাইপোকে। সেইসময় একজন মহিলা নদীতে স্নান করছিলেন। তিনি শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। নিয়ে যান পার্শ্ববর্তী হাসপাতালে। সামান্য আহত হলেও শিশুটি সুস্থ আছে বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।

স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ নন্দন সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত চলছে।

Share
Published by
News Desk