State

টিটাগড়ে নৃশংস হত্যাকাণ্ড, মৃত ১

Published by
News Desk

মাথা, মুখ থ্যাঁতলানো। চারদিকে চাপ চাপ রক্ত। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে একটি নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর দেহ। মৃতের নাম অমিত সোনকার। তাঁর রসুনের বড় ব্যবসা আছে। টিটাগড়ের এসপি মুখার্জী রোডের কাছে একটি বহুতল থেকে শনিবার সকালে অমিত সোনকারের থ্যাঁতলানো দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি রক্তমাখা ইট ও কয়েকটি মদের বোতল পাওয়া গেছে। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধুদের সঙ্গে ঐ বহুতলে মদ খেতে গিয়েছিলেন অমিতবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে, এমন একটি ধারণা পুলিশ মহলে ঘোরাফেরা করছে। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে অমিতবাবুর বনিবনা হচ্ছিল না। অভিযোগ এরমধ্যেই অন্য এক বন্ধুর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তা জানাজানি হতে পরিস্থিতি আরও জটিল হয়। এর জেরেই অমিত সোনকারকে খুন করা হল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk