State

ভয়ানক আগুনের কবলে ঘুসুরি জুটমিল

Published by
News Desk

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভয়ানক আগুনের কবলে পড়ে হাওড়ার ঘুসুরির তিরুপতি জুটমিল। আগুন লাগে মিলের সেলাই বিভাগে। সেখানে মজুত ছিল প্রচুর কাঁচামাল, পাটের তৈরি মালপত্র ও অন্যান্য পাটজাত সামগ্রি। দাহ্যবস্তুর সংস্পর্শে এসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় মিলের কর্মীদের মধ্যে। উপস্থিত কয়েকজন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি।

খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk