State

তালা ভেঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করলেন পাড়ার লোকজন

Published by
News Desk

সম্পত্তির লোভে বৃদ্ধা মা-কে টানা ৩ দিন গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডার।

স্বামীর মৃত্যু হয়েছিল অনেক আগেই। ৭০ বছরের ওই বৃদ্ধা আনোয়ারা বিবির একমাত্র সম্বল ৪ বিঘা জমি ও ২ ছেলে। বড় ছেলে সব্যসাচী মোল্লা ও ছোট ছেলে বাচ্চু মোল্লা। ১ মাস করে আনোয়ারা বিবি থাকতেন ২ ছেলের কাছে। শেষ কয়েকমাস বড় ছেলের কাছেই থাকছিলেন তিনি।

অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ায় জন্য ৩ দিন কোনও খাবার ও জল দেওয়া হয়নি বৃদ্ধাকে। আটকে রাখা হয় চিলেকোঠার ঘরে। করা হয় শারীরিক নির্যাতনও। মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান পাড়ার লোকজন। পরে পাড়ার লোকজনই তালা ভেঙ্গে বৃদ্ধাকে বার করে আনেন। তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন প্রতিবেশিরা। ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তাঁরা।

Share
Published by
News Desk