State

অনুব্রত-র সভা সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল নেতা

Published by
News Desk

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সভা ছিল খয়রাশোলে। সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল নেতা কাঞ্চন মণ্ডল। সভা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।

কাঞ্চন মণ্ডলকে লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমা, গুলিতে জখম হন কাঞ্চন মণ্ডল সহ তাঁর সঙ্গে থাকা ইমরান হাসান। ঘটনার পর আহত তৃণমূল নেতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনা ঘিরে রবিবারও চাপা উত্তেজনা ছিল এলাকায়।

Share
Published by
News Desk