State

নদিয়ায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ১, আশঙ্কাজনক ৩

Published by
News Desk

রাস উৎসব। সেই উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছিল বাড়িতে মেয়ে জামাইয়ের আগমন। রাস উৎসবে বেড়াতে আসা মেয়ে জামাইয়ের জন্য ভালোমন্দ রান্নার বন্দোবস্তও হয়েছিল বেশ গুছিয়ে। নিজেই সব বন্দোবস্ত করেছিলেন গৃহকর্তা সুনীল দাস। কিন্তু সেই আনন্দের মুহুর্তকে এক নিমেষে শ্মশানের নিস্তব্ধতা আর হাহাকারে ভরিয়ে দিল একটা দুর্ঘটনা।

নদিয়ার ঢাকপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল গৃহকর্তা সুনীল দাসের। বাড়িতে সেসময়ে উপস্থিত ৩ জন হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে। কেন সিলিন্ডার ফাটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk