Categories: State

চায়ের দোকানে লরি, মৃত ৪

Published by
News Desk

বেপরোয়া লরির ধাক্কায় রাস্তার ধারে কাছে না থেকেও মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারে। অভিযোগ এদিন সকালে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে উঠে আসে রাস্তার ধারের চায়ের দোকানে। দোকানে তখন কয়েকজন চা খাচ্ছিলেন। আচমকা আস্ত একটা লরির ধাক্কায় রক্তাক্ত হন তাঁরা। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। লরির চালক পলাতক। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Share
Published by
News Desk