State

মুর্শিদাবাদে তোলাবাজদের জুলুম, মৃত ১

Published by
News Desk

তোলাবাজদের জুলুমের শিকার হয়ে মৃত্যু হল ১ ব্যক্তির। জুলুমবাজির শিকার মুর্শিদাবাদের এক দম্পতি। তোলাবাজদের জুলুমবাজি থেকে নিস্তার পেতে প্রায় ১ বছর পাড়া ছাড়া ছিলেন এই দম্পতি। পুলিশের আশ্বাসে সম্প্রতি ফিরে আসেন নিজের বাড়িতে। ফিরেও নিস্তার পাননি ওই দম্পতি।

অভিযোগ, তোলাবাজি হিসাবে ৫০ হাজার টাকার দাবি ছিল এই পরিবারের থেকে। এতগুলো টাকা না দিতে পারায় তোলাবাজদের সঙ্গে বচসা বাধে তাঁদের। তারপরেই হামলা চালায় তোলাবাজরা। হামলার ফলে গুরুতর আহত হন হুমায়ূন কবীর নামে ভদ্রলোক। গত বুধবার রাতে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় হুমায়ূন কবীরের।

পুলিশের ভরসায় বাড়ি ফেরা। কিন্তু তাতেও রেহাই মিলল না এই পরিবারের। তোলাবাজদের জুলুমের জেরে শেষ পর্যন্ত প্রাণ দিতে হল নিরীহ হুমায়ূন কবীরকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও অধরা।

Share
Published by
News Desk

Recent Posts