State

আরও সুন্দর হচ্ছে আলিপুরদুয়ার

Published by
News Desk

আরও পরিস্কার ও সুন্দর হতে চলেছে আলিপুরদুয়ার। ক্লিন সিটির খাতায় নিজের নাম লেখাতে চলেছে উত্তরের এই শহর। এই প্রথম আলিপুরদুয়ারে তৈরি হতে চলেছে ডাম্পিং গ্রাউন্ড। ৬০ বছরের পুরনো আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে এই ডাম্পিং গ্রাউন্ড প্রায় ৩৩ বিঘা জমির ওপর তৈরি হবে। আলিপুরদুয়ার শহর থেকে ৮ কিলোমিটার দূরে জেলা প্রশাসনের দেওয়া জমির উপর তৈরি হবে এটি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের হাত ধরে তৈরি করা হবে এই ডাম্পিং গ্রাউন্ড।

মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের উদ্যোগেই ঐতিহাসিক কাজ শুরু হবে আলিপুরদুয়ারে। ডাম্পিং গ্রাউন্ড হলে তা এই এলাকার পরিচ্ছন্নতার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। শহরের সব জঞ্জাল বৈজ্ঞানিকভাবে বিনষ্ট করা যাবে। কলকাতার যেমন ধাপা। ঠিক তেমনই আলিপুরদুয়ারে তৈরি হতে চলেছে এই ডাম্পিং গ্রাউন্ড।

Share
Published by
News Desk