State

গুলিবিদ্ধ চুঁচুড়ার তৃণমূল নেতা, অল্পের জন্য রক্ষা

Published by
News Desk

দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন চুঁচুড়ার তৃণমূল নেতা মির্জা আনোয়ার আলি। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়ির সামনেই আচমকা ৪ দুষ্কৃতী বাইক নিয়ে এসে হামলা চালায় মির্জা আনোয়ার আলি ওপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার চকবাজারের রাস্তা ধরে এসে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রথমে জাপটে ধরে আনোয়ার আলিকে। চলতে থাকে ধ্বস্তাধস্তি। দুষ্কৃতীরা ৪ রাউন্ড গুলি চালালে একটি গুলি আনোয়ার আলির কানের পাশ দিয়ে বেরিয়ে যায়।

দুষ্কৃতীদের মধ্যে সাহেব নামে একজনকে চিহ্নিত করেছেন ওই তৃণমূল নেতা। গুলির আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় মির্জা আনোয়ার আলিকে পড়ে থাকতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনার জেরে বুধবার সকাল থেকে অঞ্চলের সব দোকানপাট বন্ধ ছিল।

Share
Published by
News Desk