State

দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কের জের, স্বামীকে পিটিয়ে মারল স্ত্রী

Published by
News Desk

দেওরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে শাবল দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্থানীয় বাসিন্দা জামালুদ্দিন আহমেদের সঙ্গে বছর ১৫ আগে বিয়ে হয় হাসনা বানুর। ভালই কাটছিল দাম্পত্য জীবন। কিন্তু স্বামী-স্ত্রীর সেই সম্পর্কে সম্প্রতি কালো ছায়া ফেলে হাসনা বানুর সঙ্গে তার দেওরের অবৈধ সম্পর্ক।

জামালুদ্দিনের ভাই জাবেদর ইসলামের সঙ্গে হাসনা বানুর অবৈধ সম্পর্ক সংসারে অশান্তি ডেকে আনে। বিবাদ বাড়তে থাকে জামালুদ্দিন ও হাসনা বানুর মধ্যে। জামালুদ্দিনের বাবার অভিযোগ, গত সোমবার রাতে তাঁর ছেলের সঙ্গে বউমার ঝগড়া চরমে উঠলে একসময়ে হাসনা বানু শাবল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। মৃত্যু হয় জামালুদ্দিনের।

খুনের পর শাবলটিকে মাটির তলায় পুঁতে রাখে হাসনা বানু। মৃতদেহটি দূরে ধানক্ষেতে ফেলে আসে। আজ সকালে মৃতদেহটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘরের ভিতর মাটি খুঁড়ে শাবলটিও উদ্ধার হয়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসনা বানুকে গ্রেফতার করেছে। এদিকে ঘটনার পর থেকেই মৃতের ভাই জাবেদর ইসলাম পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে।

Share
Published by
News Desk