State

বাবাই খুন করেছে মাকে, দাবি কিশোরীর

Published by
News Desk

বাবার পরকীয়ার কীর্তি দেখে ফেলায় মেয়েকে খুন করার চেষ্টা করে তার বাবা। শুধু তাই নয়, পরকীয়ার জেরে খুন হতে হল স্ত্রীকেও। ঘটনাটি ঘটেছে মালদহের মহেশপুর গ্রামে।

অভিযুক্তের মেয়ের দাবি, বাবা তার প্রেমিকার সাহায্য নিয়ে মাকে খুন করেছে। মায়ের হাত, পা, মুখ বেঁধে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে সে। খুন করার জন্য তার বাবা ফিরোজকে সহযোগিতা করেছে তার প্রেমিকা।

মা রশিদা বিবির এই অবস্থা দেখে কিশোরী চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের ডেকে আনে। অবস্থা বেগতিক বুঝে ফিরোজ ও তার প্রেমিকা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয়। রশিদার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

প্রায় ১৪ বছর আগে মহেশপুর গ্রামের বাসিন্দা ফিরোজ শেখের সঙ্গে বিয়ে হয় রশিদা বিবির। হালে ফিরোজ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। মঙ্গলবার সকালে রশিদা বিবি বাড়িতে একা ছিলেন। সেই সময়েই ফিরোজ তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে উপস্থিত হয়। ফলে শুরু হয় প্রবল অশান্তি। অভিযোগ, এরপরই রশিদা বিবিকে খুন করে ফিরোজ। যা তাদের মেয়ের নজরে পড়ে যায়।

Share
Published by
News Desk