State

প্রেমিক-প্রেমিকার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

Published by
News Desk

একজন একাদশ শ্রেণির ছাত্র। অন্যজন দশম শ্রেণির ছাত্রী। দুজনেই একই স্কুলের ছাত্রছাত্রী। সুচপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বাপন ঘোষ ও ছাত্রী শম্পা দাসের মধ্যে প্রেমের সম্পর্ক এলাকাবাসীর কাছে নতুন কিছু নয়। অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। শনিবার রাতে আচমকাই প্রেমিক-প্রেমিকা বেছে নিল মৃত্যুকে।

পূর্ব বর্ধমানের দাইহাট স্টেশনের কাছে হাওড়া-কাটো‌য়া লোকালের সামনে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারা। পুলিশ দুটি দেহ উদ্ধার করেছে। কিন্তু কেন এই চরম পথ বেছে নেওয়া? আপাতত সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন দুই পরিবার থেকে পাড়া প্রতিবেশি সকলেই। পুলিশেরও ওই একই প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts