State

চুরি যাওয়া পোশাকে পাওয়া গেল শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

Published by
News Desk

বিগত ৩ বছর ধরে বেছে বেছে ঠিক মহিলাদের পোশাকই চুরি যাচ্ছিল জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে। এইরকমই একটি চুরি হওয়া পোশাকে জড়ানো এক শিশুকন্যার দেহ পাওয়া গেল জলপাইগুড়ির নাগরাকাটা গ্রামে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ৩ বছরের আরশিয়া।

এদিন স্থানীয় চা বাগানের কাছে তার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় নিথর শিশুর দেহ। এখানেই রহস্যের গন্ধ পাচ্ছেন গ্রামবাসীরা। কারণ, বেশ কিছু দিন ধরে বাড়ি থেকে খোয়া যাচ্ছিল মেয়েদের জামাকাপড়। যার মধ্যে আছে আরশিয়ার দেহে জড়ানো কাপড়টিও।

এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, তাদের উদ্দেশ্য কি, চোর আর খুনি একই ব্যক্তি কিনা তা নিয়ে পুলিশ এখনও অন্ধকারে। ছোট্ট আরশিয়ার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk