State

ভেঙে পড়ল জীর্ণ বাড়ি, মৃত ১ শিশু

Published by
News Desk

শনিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি পুরনো বাড়ির ব্যালকনি বিকট শব্দ করে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। এদিন সকালে বজবজের ৪০ নম্বর গোলাম মসজিদ এলাকার বাড়িটির একাংশ ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ বছরের মহম্মদ গুড্ডু নামে এক শিশুর।

আহত হয়েছে মহম্মদ সাজিদ নামে অন্য একটি শিশু। পায়ে গুরুতর চোট পাওয়া সাজিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সাত সকালে এমন দুর্ঘটনা ঘটায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Share
Published by
News Desk