State

ফের ব্লু হোয়েল হানার অভিযোগ, আত্মঘাতী ছাত্র

Published by
News Desk

বিশ্বভারতীর এক প্রাক্তন ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় আবার সামনে এল ব্লু হোয়েল আতঙ্ক। প্রণব মণ্ডল নামে ওই যুবক গলা ও হাতের শিরা কেটে আত্মঘাতী হন।

তাঁর বাড়ির লোকজনের অভিযোগ ব্লু হোয়েল খেলতে গিয়েই আত্মঘাতী হয়েছেন প্রণব। নিজের ল্যাপটপে প্রণব ব্লু হোয়েল খেলতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে বাস্তবেই ব্লু হোয়েল খেলার জন্য প্রণবের আত্মঘাতী হওয়ার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk