State

রাতের অন্ধকারে স্টান্ট দেখাতে গিয়ে মৃত যুবক

Published by
News Desk

সিনেম্যাটিক কায়দায় বাইক চালানোর খেসারত দিতে হল এক যুবক ও তাঁর বন্ধুকে। রাতের ফাঁকা রাস্তায় সিনেমার স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যু হল ১ জনের, গুরুতর আহত ১। বৃহস্পতিবার রাতে পীযূষ মাইতি ও তাঁর বন্ধু হরিপদ রানা বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে।

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ২টি পড়ে যায় গর্তে। ঘটনাস্থলেই প্রাণ হারান পীযূষ মাইতি। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বন্ধু হরিপদ রানাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাঁর চোটও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

অল্প বয়সের ছেলেরা সিনেমার মায়াজালের হাতছানিতে বাইক নিয়ে স্টান্টবাজি করে থাকে। রাস্তাঘাটে অহরহ এই দৃশ্য চোখে পড়ে। অদ্ভুত এই হিরোইসম এর নেশা যে কতটা মর্মান্তিক হতে পারে তারই এক দৃষ্টান্ত হয়ে রইলেন পীযূষ মাইতি ও তাঁর বন্ধু হরিপদ রানা।

Share
Published by
News Desk