State

ধারালো অস্ত্র দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্তকে রাস্তায় ফেলে মারল পাড়াপড়শি

Published by
News Desk

বাবা নেই। মা কাজ করেন। তাই সবসময়ে বাড়ি থাকতে পারেন না। এই সুযোগে তারকেশ্বরের চাঁপাডাঙায় দুর্গাপুজোর সময় প্রথমবার ধারালো অস্ত্র সামনে ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা ঘরে ধর্ষণ করে তারই পড়শি ‘কাকা’। ছোট থেকে যাকে কাকা বলে ডেকে এসেছে তার এই কাণ্ড মেনে নিতে না পারলেও ধারাল অস্ত্র দিয়ে খুনের শাসানির সামনে আতঙ্কে মুখ খুলতে পারেনি ওই ছাত্রী।

অভিযোগ, সুযোগটা কাজে লাগিয়েছিল মধ্যবয়সী পড়শি শৈলেন দাস। পুজোর পরও একাধিকবার সুযোগ বুঝে খুনের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে সে। বৃহস্পতিবারও সেই মতলবে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে তা পাড়ার লোকজনের নজরে পড়ে যায়। শুরু হয় বেদম প্রহার। এতে সাহস পায় ওই কিশোরী। সকলের সামনেই শৈলেন দাসকে চড় কষায় সে। বেশ কিছুক্ষণ উত্তম মধ্যম চলার পর অবশেষে শৈলেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Share
Published by
News Desk