State

বুক পকেটেই ফাটল মোবাইল, অল্পের জন্য রক্ষা

Published by
News Desk

আচমকাই ফেটে গেল এক যুবকের বুক পকেটে রাখা মোবাইল ফোন। অকস্মাৎ ঘটা এই ঘটনায় সাময়িকভাবে হতবাক হন সকলে। যুবকের বুকের একটা অংশ পুড়ে যায়। দ্রুত তাঁর শরীর থেকে জামা ছাড়িয়ে নেন আশপাশের লোকজন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। মেদিনীপুর স্টেশন রোড এলাকায় ঘটা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোবাইল সবাই ব্যবহার করেন। কেউ তা রাখেন বুক পকেটে, তো কেউ প্যান্টের পকেটে। সেক্ষেত্রে মোবাইল ফাটা সকলের মনেই আতঙ্কের জন্ম দিয়েছে। কারণ একবার তা ফাটলে বড় ধরণের ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও কেন ওই যুবকের পকেটে মোবাইল ফাটল তা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk