State

অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী

Published by
News Desk

স্ত্রীয়ের সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে। এমনই সন্দেহে স্ত্রীকে রীতিমত পরিকল্পনা করে খুন করল স্বামী। খুনের জন্য আগাম পরিকল্পনা পুলিশের নজর কেড়েছে। ফলে পুলিশ কার্যত নিশ্চিত যে হঠাৎ কিছু হয়নি। আগে থেকে ভেবে চিন্তেই স্ত্রীকে খুন করেছে স্বামী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আদরপাড়ায়।

গত রবিবারই ছেলেকে মামার বাড়ি পাঠিয়ে দেয় সন্তোষ দাস। তারপর এদিন ভোরে ঘুমন্ত অবস্থায় থাকা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এমন এক ভয়ংকর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Share
Published by
News Desk